মানহীন চাল মজুদ: চাক্তাই চালপট্টির ২ বিক্রেতাকে অর্থদণ্ড

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে পাইকারি চালের আড়তে লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা, সঠিকভাবে চালান রেজিস্ট্রার সংরক্ষণ না করা, স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ এবং মানহীন চাল মজুদ রাখার দায়ে দুই বিক্রেতাকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

- Advertisement -

রবিবার (২২ জুন) জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া মুমতাহিনার নেতৃত্বে নগরীর চাক্তাই চালপট্টিতে অভিযান পরিচালনা করে তাদের অর্থদণ্ড দেওয়া হয়।

- Advertisement -google news follower

ভ্রাম্যমান আদালতের এ অভিযানে সাথে থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহযোগীতা করেন জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের টিম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া মুমতাহিনা জানান, নিত্যপ্রয়োজনীয় খাদ্যশস্যের বেআইনি মজুদ বিরোধী অভিযানে দুই চাল বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা এবং আরও ২টি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

- Advertisement -islamibank

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নিত্যপ্রয়োজনীয় খাদ্যশস্যের বাজারমূল্য স্থিতিশীল রাখার স্বার্থে কোন অসাধু ব্যক্তি যাতে বেআইনিভাবে খাদ্যশস্য মজুদ করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে নিয়মিত বেআইনি মজুদ বিরোধী এ ধরনের অভিযান জনস্বার্থে ভবিষ্যতেও চলমান থাকবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ