ঘুমধুম সীমান্তের রেজুপাড়ায় বিপুল ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক

অনলাইন ডেস্ক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তঘেঁষা রেজুপাড়া থেকে ৩৪ হাজার পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

- Advertisement -

এসময় তাদের কাছ থেকে একটি রামদাও উদ্ধার করা হয়েছে। রবিবার (২২ জুন) রাত সাড়ে ৯ টায় তাদের আটক করা হয়।

- Advertisement -google news follower

আটককৃতরা হলো-উখিয়ার এফডিএমএন ক্যাম্প-০১ এর ব্লক-ডির আলি আহমেদের বড় ছেলে মো. শফি আলম (৩০), মেঝো ছেলে মো. মাহমুদুল হাসান (২৩) ও ছোট ছেলে মো. হাকিম (১৮)।

আজ সোমবার সকালে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

- Advertisement -islamibank

এতে বলা হয়, গোপন সোর্সের খবরে সীমান্ত পয়েন্টে আগে থেকে অবস্থান নেয় বিজিবির টহল দল। গতকাল রাত সাড়ে ৯টায় তিনজন ব্যক্তি ব্যাগ কাঁধে নিয়ে আসতে দেখা গেলে তাদের চ্যালেঞ্জ করে বিজিবি।

বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের বহন করা ব্যাগ তল্লাশি করে ৩৪ হাজার ইয়াবা ও একটি রামদা উদ্ধার করা হয়।

এ বিষয়ে ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বলেন, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

বিজিবি অধিনায়ক আরও বলেন, আমাদের নিয়মিত তৎপরতা ও গোয়েন্দা নজরদারির ফলে সীমান্ত দিয়ে ইয়াবা অনুপ্রবেশ অনেকটাই কমে এসেছে। সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে বিজিবির সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ