জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে প্রণীত রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে চট্টগ্রাম ও বেনাপোল কাস্টমস হাউসে ‘কলম বিরতি’ চলছে।
সোমবার (২৩ জুন ) সকাল ৯টা থেকে দেশের অন্যান্য রাজস্ব অফিসের মতো একই দাবির প্রতি সংহতি প্রকাশ করে কাস্টমস হাউসগুলোতেও কোনো কাজ করছেন না উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা।
টেবিল খালি পড়ে আছে। তবে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে।
কলম বিরতির কারণে নতুন করে কোনো পণ্যের আইজিএম ইস্যু করা হচ্ছে না। আগের ইস্যু করা আইজিএমের পণ্য আমদানি-রপ্তানি হচ্ছে।
কাস্টমস ও আয়কর ক্যাডার অ্যাসোসিয়েশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে রাজস্ব খাতকে দুটি পৃথক বিভাগে ভাগ করার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা।
কাস্টমস হাউসে কর্মরত কয়েকজন নাম প্রকাশ করার শর্তে বলেছেন, এনবিআর বিলুপ্তির মতো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করা উচিত ছিল।
তাদের মতে, এই অধ্যাদেশ যদি বাস্তবায়ন হয়, তাহলে রাজস্ব আদায়ে স্থবিরতা দেখা দিতে পারে এবং সার্বিকভাবে দেশের অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়বে।
তারা আরও জানান, তাদের দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে। সেই সঙ্গে সরকারের প্রতি দ্রুত এবং বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।
অপর এক কর্মকর্তা বলেন, কেন্দ্রীয়ভাবে ঢাকা থেকে বিষয়টি দেখা হচ্ছে। সে কারণে আমরা কোনো বক্তব্য দিতে পারি না। তবে শতভাগ কলম বিরতি চলছে। কোনো কর্মকর্তা-কর্মচারী এখানে কাজ করছে না।
প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—বিতর্কিত রাজস্ব অধ্যাদেশটি অবিলম্বে বাতিল করা, রাজস্ব আদায়ের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করা এবং একটি সময়োপযোগী ও টেকসই রাজস্ব নীতি প্রণয়ন করা।
এর আগে গত ১৪ মে থেকে টানা ১০ দিন একই দাবিতে কলম-বিরতি পালন করেছেন কাস্টমস হাউসের কর্মকর্তা ও কর্মচারিরা।
জেএন/পিআর