খাগড়াছড়ির সীমান্তে আরও ৯ জনকে ‘পুশইন’ করেছে বিএসএফ

দেশজুড়ে ডেস্ক :

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ নয়জন বাংলাদেশিকে ‘ঠেলে দিয়েছে’ ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ

- Advertisement -

বৃহস্পতিবার ভোরে উপজেলার শান্তিপুর সীমান্ত দিয়ে এ পুশইন ঘটে বলে নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম।

- Advertisement -google news follower

ইউএনও বলেন, “গভীর রাতে ৯ জনকে পুশইন করা হয়েছে। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এদের সবাই ভারতে শ্রমিক হিসেবে কাজ করতেন।

বর্তমানে তাদের বিজিবির তত্ত্বাবধানে মাটিরাঙ্গার বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে। পরিচয় যাচাই-বাছাই শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

- Advertisement -islamibank

তবে ঠিক কীভাবে বা কোন রুট ব্যবহার করে পুশইনের ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে চলতি বছরের ৭ মে প্রথমবারের মতো খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ি উপজেলার তিনটি সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশিদের পুশইন শুরু করে বিএসএফ।

সর্বশেষ ঘটনাসহ এ পর্যন্ত এসব সীমান্ত দিয়ে ভারতীয় কর্তৃপক্ষ মোট ১৫৪ জন বাংলাদেশিকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ