উখিয়ায় ১০ হাজার ইয়াবাসহ পাচারকারী আটক

দেশজুড়ে ডেস্ক :

কক্সবাজারের উখিয়ায় ১০ হাজার ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

- Advertisement -

বৃহস্পতিবার (২৬ জুন) ভোররাতে উপজেলার বালুখালী সীমান্তের কাটাপাহাড় নামে একটি স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয়।

- Advertisement -google news follower

আটক মাদক পাচারকারীর নাম মো. আকবর (৬৫)।

‎উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ জসিম উদ্দিন (পিএসসি) জানান, ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল সীমান্তের কাটাপাহাড় নামে একটি জায়গায় অবস্থান নেয়।

- Advertisement -islamibank

এসময় সীমান্ত দিয়ে বাংলাদেশের ভেতরে এক ব্যক্তিকে আসতে দেখে বিজিবি তাকে চ্যালেঞ্জ করে।

বিজিবির উপস্থিতি টের পেয়ে পালাতে গেলে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়।

এসময় তার হাতে থাকা একটি পোটলা তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

আটক আসামি ও ইয়বাগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ