১৪ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত হয় ‘প্রেম দিবস’ বা ‘ভ্যালেন্টাইনস ডে’। কিন্তু এতে আপত্তি জানিয়েছে কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
‘ভ্যালেন্টাইনস ডে’ নয় ওইদিন পালন করতে হবে ‘সিস্টারস ডে’। অবাক করার মতো নির্দেশনা জারি করলেন পাক ফয়সলাবাদ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জাফর ইকবাল রান্ডোয়া।
তাঁর মতে, ইসলাম ও পাকিস্তানের ঐতিহ্য রক্ষার্থে এই কাজ করা উচিত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের।
তিনি বলেন, এ কাজ ইসলামের পরিপন্থী। প্রকাশ্যে প্রেম নিবেদন করা থেকে যুগলদের বিরত থাকা উচিত। তাই ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে’র বদলে সিস্টার ডে পালন করবে ফয়সলাবাদ কৃষি বিশ্ববিদ্যালয়।
অনেক দিন ধরেই ভ্যালেন্টাইনস ডে পালন নিয়ে মতানৈক্য রয়েছে পাকিস্তানে। দেশের একাংশ এই দিন উদযাপনের বিরোধিতা করে। তেমনই একাংশ আবার এর পক্ষে। ২০১৭ ও ২০১৮-তে দেশজুড়ে ভ্যালেন্টাইনস ডে উদযাপন নিষিদ্ধ ঘোষণা করেছিল ইসলামাবাদ হাই কোর্ট।