চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে আগুন

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় অবস্থিত ইম্পেরিয়াল হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে।

- Advertisement -

আজ রবিবার (২৯ জুন) ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

- Advertisement -google news follower

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক আবদুর রাজ্জাক।

তিনি বলেন, বৈদ্যুতিক গোলযোগ তথা আইপিএস থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

- Advertisement -islamibank

পুরোপুরি আগুন নেভাতে সময় লাগে ২ ঘণ্টা ৫ মিনিট। আগুনে বেশি ক্ষয়ক্ষতি হয়নি, তবে প্রশাসনিক ভবনের নিচতলায় রাখা মালামাল পুড়ে গেছে।

এর আগে গত শুক্রবার বেলা তিনটার দিকে চট্টগ্রাম নগরের লালখান বাজারের চানমারি সড়কের মমতা নগর মাতৃসদন ক্লিনিকের নিচতলার অপারেশন থিয়েটারেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM