স্বৈরাচারী শাসনের চেয়েও এই ধর্ষণকারীরা ভয়ংকর: পাভেল

বিনোদন ডেস্ক :

কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে বসতঘরের দরজা ভেঙে এক নারীকে (২৫) ধর্ষণের অভিযোগ উঠেছে।

- Advertisement -

এ ঘটনায় ধারণকৃত একটি ভিডিও শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ঘটনার নিন্দা জানিয়ে দেশের বিভিন্ন মহলে চলছে তোলপাড়।

- Advertisement -google news follower

ঘটনার প্রতিবাদ জানিয়ে ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা সাইদুর রহমান পাভেল।

প্রায় ১৩ মিনিটের সেই লাইভে তিনি ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি—মৃত্যুদণ্ড—দাবি করেন। একাধিকবার তার মুখে শোনা যায়: “ধর্ষকদের ফাঁসি দিন, ধর্ষকদের মেরে ফেলুন।”

- Advertisement -islamibank

লাইভে পাভেল বলেন, “যারা কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ করেছে বা যারা সেই ভিডিও ধারণ করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

সেনাবাহিনী বা যারা বর্তমানে রাষ্ট্রীয় দায়িত্বে আছেন, এমনকি যারা ভবিষ্যতে নেতৃত্বে আসতে চান, তাদের কাছে অনুরোধ—এই পশুত্বের নমুনা আপনারা সহ্য করবেন না। এদের প্রকাশ্যে শাস্তি দেওয়া হোক।”

পাভেল আরও বলেন, “এদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক, না হয় ক্রসফায়ারে দেওয়া হোক। এদের পরিবারকে সামনে আনা হোক।

দেশের বর্তমান পরিস্থিতি আগের চেয়ে ভয়াবহ। আমরা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলাম পরিবর্তনের আশায়। এখন মনে হচ্ছে ভুল করেছিলাম। স্বৈরাচারী শাসনের চেয়েও এই ধর্ষণকারীরা ভয়ংকর।”

ধর্ষকদের মেরে ফেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সম্পত্তির জন্য যেখানে ভাই ভাইকে মেরে ফেলে, সেখানে ধর্ষকদের মা-বাবা, ভাই-বোনদের উচিত হবে—যদি তারা এই ঘটনার সত্যতা বিশ্বাস করেন—নিজেরাই বিচার করা। এমন অপরাধের পর ঐসব সন্তানদের বাঁচিয়ে রাখা মানে সমাজের জন্য হুমকি তৈরি করা।”

লাইভের শেষাংশে তিনি বলেন, “সবার ঘরেই মা-বোন আছে। যারা আগে বিভিন্ন ইস্যুতে শাহবাগে গিয়ে দাঁড়াতেন, তারা এবারও যেন রাস্তায় নেমে আসেন। একটি জনসমুদ্র তৈরি হোক। দাবিটা হোক—ধর্ষণের শাস্তি একটাই, ফাঁসি।”

চব্বিশের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা যদি এখন চুপ থাকেন, তাহলে প্রমাণ হবে, আন্দোলন করেছিলেন কেবল নিজের স্বার্থে। দেশের জন্য না।”

লাইভের শেষ মুহূর্তে তিনি তার মায়ের জন্য সবার কাছে দোয়া চান। জানান, তার মা বর্তমানে হাসপাতালে ভর্তি এবং শিগগিরই তার অপারেশন হওয়ার কথা রয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ