রথযাত্রায় পদপিষ্ট হয়ে দুই নারীসহ তিনজন নিহত

প্রতিবেশী ডেস্ক :

ভারতের ওড়িশার পুরীর রথযাত্রায় পদপিষ্ট হয়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। মৃতদের মধ্যে দু’জন নারী রয়েছেন। কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

- Advertisement -

সর্বভারতীয় সংবাদমাধ্যম জানায়, ঘটনাটি ঘটেছে রোববার ভোর সাড়ে চারটে নাগাদ। শনিবার রাতে পুরীর জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ, বললাম ও সুভদ্রার তিনটি রথ এসে পৌঁছায় তিন কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দিরে।

- Advertisement -google news follower

সেই মন্দিরের সামনেই ঘটে দুর্ঘটনাটি। রথের রশি টানার জন্য হুড়োহুড়ি শুরু হয় ভক্তদের মধ্যে। অগণিত ভক্তের ভিড়ে কয়েকজন হুড়মুড়িয়ে পড়ে যান। ভক্তদের পায়ের তলায় চাপা পড়েন একাধিকজন।

ভোরেই আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

- Advertisement -islamibank

মৃতদের নাম বাসন্তী সাহু, প্রেমাকান্ত মোহান্তি এবং প্রভাতী দাস। মৃতেরা সকলেই ওড়িশার বাসিন্দা ছিলেন। রথযাত্রা উপলক্ষ্যে পুরীতে এসেছিলেন। ১০ জনের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। তাঁরা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও ভক্তদের দাবি, রথযাত্রা উপলক্ষে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা ছিল না। পুলিশের সংখ্যাও ছিল অন্যান্যবারের তুলনায় কম। পদপিষ্টের ঘটনার সময় ভিড় নিয়ন্ত্রণ করতে পারেনি পুলিশ। এর জেরেই দুর্ঘটনাটি ঘটেছে।

রথযাত্রা উপলক্ষ্যে পুরীতে শুক্রবার ১০ লক্ষ ভক্তের ভিড় হয়েছিল। ভিড়ের চাপে সেদিনই অসুস্থ হয়ে পড়েছিলেন ৬০০ মানুষ। ৭০ জন হাসপাতালে ভর্তি হন। সূত্র: আজকাল

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ