সেন্টমার্টিনের ৪ গ্রামের শতাধিক পরিবার পানিবন্দি

দেশজুড়ে ডেস্ক :

টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়নের চারটি গ্রামের শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ড্রেনেজব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে থাকছে মানুষের বসতঘরে।

- Advertisement -

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, দ্বীপের অভ্যন্তরীণ সড়কগুলোর পাশে পানি নিষ্কাশনের কোনো ড্রেন নেই।

- Advertisement -google news follower

ফলে ভারী বৃষ্টির পাশাপাশি জোয়ারের পানি ঢুকলে তা দ্রুত সরে যেতে পারে না। এতে গ্রামগুলোতে পানি জমে যায়।

তিনি জানান, বর্ষার শুরু থেকে দ্বীপে প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। সম্প্রতি ভারী বর্ষণের কারণে সেন্টমার্টিনের চারটি গ্রামের ঘরে ঘরে পানি ঢুকে পড়ে। পানি সরতে দেরি হওয়ায় মানুষ ঘরেই বন্দি হয়ে পড়েছেন।

- Advertisement -islamibank

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় সেন্টমার্টিনের অন্তত ১০০টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

আমরা তাদের জন্য জরুরি ত্রাণ সহায়তা পাঠাচ্ছি। পাশাপাশি, দ্বীপে পানি দ্রুত অপসারণে দীর্ঘমেয়াদি সমাধানের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ