তালিকাভুক্ত সন্ত্রাসী বার্মা সবুজ দুই সহযোগীসহ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ৩৫ মামলার আসামি বার্মা সবুজকে দুই সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

শনিবার রাতে বায়েজিদের হিলভিউ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অপর দুই সহযোগী হলেন সুমন খান ও মো. জনি।

- Advertisement -google news follower

পুলিশ জানায়, গত ২৭ জুন রাতে বায়েজিদ এলাকায় মোহাম্মদ ইউসুফ নামে এক ব্যক্তির নির্মাণাধীন ভবনে সন্ত্রাসী বার্মা সবুজ তার দলবলসহ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে ত্রাস সৃষ্টি করে।

এসময় ভয়ভীতি দেখিয়ে দশ লাখ টাকা চাঁদা দাবি করে এবং চাঁদা না দিলে ভবনের নির্মাণকাজ বন্ধ করে দেওয়াসহ বাদীকে হত্যার হুমকি প্রদান করে।

- Advertisement -islamibank

এরপর আবার শনিবার সকালে বার্মা সবুজের নেতৃত্ব একদল সন্ত্রাসী ইউসুফের বাসায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে ত্রাস সৃষ্টি করে নির্মাণাধীন বিল্ডিংয়ের নির্মাণ কাজ বন্ধ করে দেয়।

পরবর্তীতে বাদী বায়েজিদ থানায় বার্মা সবুজসহ কয়েকজনকে আসামি করে মামলা করেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিরা বিভিন্ন সময় বায়েজিদ, পাঁচলাইশ, খুলশী থানা এলাকায় অস্ত্র নিয়ে দলবদ্ধভাবে চাঁদাবাজি ও জায়গা দখল ও আধিপত্য বিস্তার করে আসছিল।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ