অন্ধকারমুক্ত নগরী গড়ে তোলা আমাদের অঙ্গীকার: চসিক মেয়র

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোকে আধুনিক ও আলোকিত করতে এলইডি বাতি স্থাপন কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

- Advertisement -

এ লক্ষ্যে রোববার নগরীর ৮ নম্বর শোলকবহর ওয়ার্ডের আবদুল হামিদ সড়কে বৈদ্যুতিক খুঁটি স্থাপনের মাধ্যমে স্মার্ট এলইডি বাতি স্থাপন প্রকল্পের উদ্বোধন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

- Advertisement -google news follower

মেয়র বলেন, “নগরবাসীর নিরাপদ ও স্বস্তিকর চলাচলের জন্য অন্ধকারমুক্ত নগরী গড়ে তোলা আমাদের অঙ্গীকার। এই আলোকায়ন প্রকল্প তারই অংশ।”

বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন ‘বিদ্যুৎবাতি উন্নয়ন কার্যক্রম (অঞ্চল-১, ধাপ-১)’ এবং ‘বিদ্যুৎবাতি উন্নয়ন কার্যক্রম (অঞ্চল-৫, ধাপ-১)’ শীর্ষক দুটি উপ-প্রকল্পের আওতায় ১০টি ওয়ার্ডে মোট ৩১.৬৩ কিলোমিটার সড়কে ১৮ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে ১২৬৫টি স্মার্ট এলইডি বাতি স্থাপন করা হবে।

- Advertisement -islamibank

এই আধুনিক প্রযুক্তির মাধ্যমে আলোকায়ন ব্যবস্থাকে স্মার্ট নগরীতে রূপান্তরের প্রথম ধাপ হিসেবে আমরা দেখছি। এটি শুধু নিরাপত্তাই নয়, সৌন্দর্যও বাড়াবে।

এই স্মার্ট এলইডি বাতিগুলো ক্লাউড সার্ভারের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত ও তত্ত্বাবধান করা যাবে, যার ফলে আলো চালু বা বন্ধ, যন্ত্রের ত্রুটি শনাক্ত এবং রক্ষণাবেক্ষণ আরও সহজ হবে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান সোহেল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী(বিদ্যুৎ) মো. জসীম উদ্দীন,নির্বাহী প্রকৌশলী(বিদ্যুৎ) শাফকাত বিন আমিন, প্রকল্পের আলোকায়ন কাজের সমন্বয়কারী সহকারী প্রকৌশলী সরওয়ার আলম খান, সহকারী প্রকৌশলী অনিক দাশগুপ্ত, ফখরুল ইসলাম, রূপক চন্দ্র দাশ, এনামুল হক, কামাল হোসেন, সালাহ উদ্দিন ইউসুফ মজুমদার, ঠিকাদারী প্রতিষ্ঠান ফিলামেন্ট ইঞ্জিনিয়ারিং এর চেয়ারম্যান মো: আতাউর রহমান সরকার রুজেল ও জামেয়া মাদানীয়া শোলকবহর মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা হারুনুর রশিদ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ