রামুতে গণপিটুনিতে ডাকাতের মৃত্যু

অনলাইন ডেস্ক

রামুতে ডাকাত দলের সদস্য আবদুল মন্নানকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে গ্রামবাসী।

- Advertisement -

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কম্বনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

নিহত আবদুল মন্নান (২৬) একই এলাকার মছন আলীর ছেলে। রামু থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, সকালে স্থানীয় এক যুবতীকে বাড়িতে ঢুকে ডাকাত আবদুল মন্নান ধর্ষণের চেষ্টা চালায়। ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে ওই যুবতীকে ছুরিকাঘাত করে। যুবতীর চিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা জড়ো হন।

- Advertisement -islamibank

ফরিদ বলেন, “এসময় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আবদুল মন্নান স্থানীয় একটি পাহাড়ের জঙ্গলে লুকিয়ে থাকে।

পরে বিক্ষুব্ধ গ্রামবাসী পাহাড়টি ঘেরাও করে তার খোঁজ করতে থাকে। পরে তার সন্ধান পেলে গণপিটুনি ও কুপিয়ে হত্যা করে তাকে।”

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পরিদর্শক মোহাম্মদ ফরিদ বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তার বিরুদ্ধে খুন, ডাকাতি, অপহরণের অভিযোগে একাধিক মামলা রয়েছে। তার বাবা ও তিন ভাই ডাকাতিতে জড়িত।”

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ