চট্টগ্রামের ফটিকছড়িতে লোকালয় থেকে মা হারা একটি মায়া হরিণের শাবক উদ্ধার হয়েছে। রবিবার (২৯ জুন) সকালে উপজেলার সুয়াবিল ইউনিয়নের সংরক্ষিত বনাঞ্চল থেকে হরিণ শাবকটি উদ্ধার করা হয়।
স্থানীয় আব্দুল কুদ্দুছ নামে এক তরুণ শোভনছড়ি বন থেকে লোকালয়ে আসলে শাবকটি উদ্ধার করে উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরীর কাছে নিয়ে যান।
পরে উপজেলা নির্বাহী অফিসার প্রাথমিক পরিচর্যা শেষে চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভর সাথে যোগাযোগ করেন।
ইউএনও মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘হরিণ শাবকটি এ মুহূর্তে মুমূর্ষু অবস্থায় প্রাকৃতিক পরিবেশে ছাড়লে জীবন বিপন্ন হতে পারে চিকিৎসক শাহাদাতের এমন পরামর্শে চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রেরণ করা হয়।’
জেএন/পিআর