রাজধানীর মগবাজারের একটি আবাসিক হোটেল থেকে এক দম্পতি ও তাদের ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ জুন) বিকেলে মরদেহগুলো উদ্ধার করা হয়।
রমনা থানার ওসি গোলাম ফারুক জানান, নিহতরা লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বাসিন্দা। তারা ছেলের চিকিৎসার জন্য গত শনিবার ঢাকায় এসে মগবাজারের একটি হোটেলে ওঠেন।
তারা সেই দিন ডাক্তার দেখাতে পারেননি। ওই রাতে মগবাজারের একটি রেস্তোরাঁ থেকে খাবার এনে আবাসিক হোটেলে খান। এরপর তারা অসুস্থ হয়ে পড়েন।
পরদিন রোববার দুপুরে তিনজনকেই অচেতন অবস্থায় আ-দ্বীন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
জেএন/পিআর