পেকুয়ায় অটোরিকশার ধাক্কায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

দেশজুড়ে ডেস্ক :

কক্সবাজারের পেকুয়ায় অটোরিকশার ধাক্কায় নাছির উদ্দিন নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

- Advertisement -

গতকাল রবিবার (২৯ জুন) রাত সাড়ে ৭টার দিকে সাবমেরিন নৌঘাঁটি সড়কের পেকুয়া বাজারের পশ্চিম পাশে ভোলাইয়াঘোনা চরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

‎নিহত নাছির উদ্দীন পেকুয়া সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভোলাইয়াঘোনা চরপাড়া এলাকার মৃত জাফর আলম ছেলে ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ছিলেন।

‎জানা গেছে, নিহত নাছির উদ্দীন নিজ বাড়ি থেকে পেকুয়া বাজার আসার পথে পেছন দিক হতে আসা একটি অটোরিকশা ধাক্কা দিলে মাথায় আঘাত পেয়ে মারাত্মক আহত হন। ‎

- Advertisement -islamibank

স্থানীয়া তাকে আহত অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে চিকিৎসক। রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

‎নিহতের ভাই মফিজ উদ্দিন বলেন, রাতে বাড়ি থেকে পেকুয়া বাজারে যাওয়ার পথে অটোরিকশার ধাক্কায় তিনি মারাত্মক আহত হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তিনি মারা যান।

পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ