চট্টগ্রামে ৫টি গুইসাপ উদ্ধার,এক ব্যক্তিকে অর্থদণ্ড

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সৈয়দ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে পাঁচটি গুইসাপ (মনিটর লিজার্ড) উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -

এসময় মং ওয়াই মারমা (৫০) নামে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

- Advertisement -google news follower

রোববার (২৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে কেশুয়া এলাকার সৈয়দ বাজারে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। অভিযানে সহায়তা করেন বন বিভাগের বরগুনি বিট কর্মকর্তা রহমত আলী।

বন বিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এক ব্যক্তি অবৈধভাবে গুইসাপ বিক্রির উদ্দেশে সংরক্ষণ করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে মং ওয়াই মারমা নামের একজনের হেফাজত থেকে পাঁচটি গুইসাপ উদ্ধার করা হয়।

- Advertisement -islamibank

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, ‘বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২’-এর ৩৪ (খ) ধারা অনুযায়ী মং ওয়াই মারমাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

উদ্ধারকৃত গুইসাপগুলো বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন বিট কর্মকর্তা রহমত আলী।

স্থানীয়ভাবে এ ধরনের অবৈধভাবে বন্যপ্রাণী সংরক্ষণের ঘটনা নতুন নয়। বন বিভাগ ও প্রশাসন জানিয়েছে, বন্যপ্রাণী সংরক্ষণে অভিযান অব্যাহত থাকবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ