চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের চান্দারহাট এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (২৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে থানা পুলিশের টিম বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত যুবকের নাম সাইফুল ইসলাম ফোরকান (৩৪)। সে পোপাদিয়া ইউনিয়নের আকুবদণ্ডী গ্রামের রাজা মিয়া চৌধুরী বাড়ির মো. পেয়ার আহাম্মদের ছেলে।
এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে সোমবার (৩০ জুন) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
জেএন/পিআর