পবিত্র আশুরা উপলক্ষে সিএমপির ৩১ নির্দেশনা

অনলাইন ডেস্ক

আসন্ন পবিত্র আশুরা ২০২৫ উদযাপন উপলক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করেছে।

- Advertisement -

সোমবার অনুষ্ঠিত এই সভায় তাজিয়া মিছিলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পবিত্র আশুরা সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে ৩১টি নির্দেশনা দিয়েছে সিএমপি।

- Advertisement -google news follower

এতে বলা হয়, আশুরার শোভাযাত্রা ও বিভিন্ন ধর্মীয় আয়োজনে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য সিএমপি কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে।

সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রতিনিধিরা।

- Advertisement -islamibank

চট্টগ্রাম শহরের সাতটি তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীদের জন্য কিছু নতুন নির্দেশনা প্রদান করা হয়।

নির্দেশনাগুলো হলো-
১। দিনের বেলায় তাজিয়া মিছিল সম্পন্ন করা।
২। রাতের বেলায় তাজিয়া মিছিল এবং রাস্তায় কোনো ধরনের সমাবেশ না করা।
৩। তাজিয়া মিছিলে ছোরা, বল্লম, চাকুসহ যেকোনো ধরনের অস্ত্র বহন না করা।
৪। নির্ধারিত সময়ে মিছিল শুরু ও শেষ করা এবং তাজিয়া মিছিলের রুট ও সময় সংক্ষিপ্ত করা।
৫। সিসি ক্যামেরার কভারেজ রয়েছে এমন রুটকে প্রাধান্য দেওয়া এবং গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থান/রুটে অস্থায়ী সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে সমন্বয় করা।
৬। বৈদ্যুতিক দুর্ঘটনা রোধে তাজিয়া মিছিলে বহনকারী বাঁশ/ঝান্ডার দৈর্ঘ্য ১২ ফুটের মধ্যে সীমাবদ্ধ রাখা এবং মিছিলে চলমান গাড়ি চলাচলকালে বৈদ্যুতিক/টেলিফোন বা অন্য কোনো তারে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে তা নিরসনের জন্য ‘ভি’ আকৃতিকর আংটাযুক্ত বাঁশ সঙ্গে রাখা।
৭। তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীরা যাতে উচ্ছৃঙ্খল আচরণ না করে সেদিকে লক্ষ্য রাখা।
৮। পবিত্র আশুরা উপলক্ষে টাইগারপাস, নিউমার্কেট, লালদিঘীপাড়, কাজির দেউরী এলাকা ছাড়াও যেসব স্পটে খেলবেন তার তালিকা আগেই সংশ্লিষ্ট থানাকে অবহিত করতে হবে।
৯। তাজিয়া মিছিলে আতশবাজি/পটকা বহন ও ফোটানো থেকে বিরত থাকা।
১০। রাস্তায় যান চলাচলের প্রতি দৃষ্টি রেখে তাজিয়া মিছিল পরিচালনা করা এবং তাজিয়া মিছিল চলাকালে রাস্তায় যাতে কোনো যানজট সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখা।
১১। দুটি তাজিয়া মিছিল মুখামুখি হতে না দেওয়া এবং এক মিছিলের রুটে অন্য মিছিল যাওয়া বিরত রাখা।
১২। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষে কোনো উসকানিমূলক বক্তব্য/কার্যক্রম/ কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে ঢিল ছোড়া ইত্যাদি না করার জন্য তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীদের আগেই ব্রিফিং করতে হবে।
১৩। পবিত্র আশুরা উপলক্ষে যেসব স্পটে খেলবেন তার তালিকা আগেই সংশ্লিষ্ট থানাকে অবহিত করতে হবে।
১৪। পবিত্র আশুরা উদযাপন কমিটির নেতারা সুশৃঙ্খলভাবে আশুরা উদযাপনের লক্ষ্যে নিজেরা সভা করে নিজ নিজ এলাকায় দিকনির্দেশনা দেবেন।
১৫। তাজিয়া কমিটি স্ব-স্ব উদ্যোগে স্বেচ্ছাসেবক/নিরাপত্তাকর্মী মোতায়েন করা এবং স্বাক্ষরিত নামের তালিকা ও মোবাইল নম্বর সিটিএসবি/সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া।
১৬। স্বেচ্ছাসেবকদের চেনার সুবিধার্থে গেঞ্জি/ক্যাপ/আর্মডব্যান্ড ব্যবহারের ব্যবস্থা করা।
১৭। তাজিয়া মিছিলে যাতে অনাকাঙ্ক্ষিত কোনো লোক প্রবেশ করতে না পারে সে ব্যাপারে স্ব-স্ব তাজিয়া কমিটির নিয়োজিত স্বেচ্ছাসেবক দ্বারা নিশ্চিত করা।
১৮। শোকমিছিল শুরু হওয়ার পরে পথিমধ্যে আশপাশের ছোট ছোট গলি থেকে কোনো ব্যক্তি বা ব্যক্তিরা গ্রুপ আকারে যাতে প্রবেশ করতে না পারে তার ব্যবস্থা করা।
১৯। তাজিয়া মিছিল চলাকালে নিরাপত্তার স্বার্থে কোনো প্রকার ব্যাগ, ব্যাগ সদৃশ্য বস্তু, টিফিন বক্স, প্রেসার কুকার, দাহ্য পদার্থ নিয়ে প্রবেশ এবং অবস্থান করা থেকে বিরত রাখা।
২০। সংশ্লিষ্ট তাজিয়া কমিটিতে পর্যাপ্ত সংখ্যক পুরুষ ও নারী স্বেচ্ছাসেবক নিয়োগ করা, প্রতি ৭ জনের মধ্যে একজন টিম লিডার নিয়োগ করে তাদের নাম, মোবাইল নম্বর ও ছবি আগেই সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া।
২১। স্বেচ্ছাসেবকদের সংশ্লিষ্ট থানার ওসিদের ব্রিফিংয়ে অংশ নেওয়া।
২২। তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীদের ধৈর্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা।
২৩। সন্দেহজনক কোনো ব্যক্তি বা বস্তু দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে অবহিত করা।
২৪। যেকোনো ধরণের ধর্মীয় সংঘাত পরিহার করা।
২৫। সব ধর্মের প্রতি সম্মান প্রদর্শনপূর্বক তাজিয়া মিছিল পরিচালনা করা।
২৬। নামাজ ও আজানের সময় মাইক/লাউড স্পিকার বাজানো থেকে বিরত থাকা।
২৭। তাজিয়া মিছিলকে কেন্দ্র করে নিষিদ্ধঘোষিত সংগঠনের সদস্যরা যাতে কোনো ধরনের নাশকতা করতে না পারে সে ব্যাপারে সর্তক থাকা এবং রথযাত্রায় এ ধরনের কোনো সদস্য থাকলে তাৎক্ষণিকভাবে পুলিশ ও অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবহিত করতে হবে।
২৮। ফেসবুক, টুইটার বা অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিমূলক প্রচার-প্রচারণা থেকে বিরত থাকা এবং আপত্তিকর কোনো কিছু মনে হলে তাৎক্ষণিক পুলিশকে অবহিত করা।
২৯। মাদক পরিহার করা।
৩০। ফোকাল পয়েন্ট নির্ধারণ করা।
৩১। তাজিয়া মিছিল চলাকালে দায়িত্ব পালনে পুলিশকে সহায়তা করা।

ফোকাল পয়েন্ট (সিএমপি) কর্মকর্তাদের নম্বর-
নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপারেশনস্), মোবাইল- ০১৩২০০৫২০৭৪ ও সিটি স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ইন্ট.), মোবাইল- ০১৩২০০৫৪২৪৩। তা ছাড়া, জরুরি সেবা: ৯৯৯, ফায়ার সার্ভিস

হটলাইন: ১০২, পুলিশ কন্ট্রোল রুম- ০১৩২০০৫৭৯৯৮ ও ট্রাফিক কন্ট্রোল রুম- ০১৩২০০৫৩০১৯ এই নম্বরে যোগাযোগ করা যাবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ