পহেলা জুলাই থেকে ৫ আগস্টের কর্মসূচি ঘিরে হুমকি নেই

জাতীয় ডেস্ক :

রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

- Advertisement -

তিনি বলেন, এই সময়ের মধ্যে যেসব রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন কর্মসূচি হাতে নিয়েছে, সেগুলো যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

- Advertisement -google news follower

আজ সোমবার (৩০ জুন) দুপুরে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি উপদেষ্টা আসিফের সঙ্গে ম্যাগজিন বহনের প্রসঙ্গেও কথা বলেন। জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, উপদেষ্টা আসিফ ভুলবশত তার সঙ্গে একটি ম্যাগজিন নিয়ে গিয়েছিলেন। এটি একে-৪৭-এর ম্যাগজিন ছিল না। এটি নিছকই একটি ভুল ছিল।

- Advertisement -islamibank

তবে প্রশ্ন উঠেছে, প্রথম পর্যায়ের নিরাপত্তা চেকিংয়ে কীভাবে এই ম্যাগজিনটি নজর এড়াল। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রাথমিক চেকিংয়ে কার গাফিলতিতে ম্যাগজিনটি ধরা পড়েনি, তা তদন্ত করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশে আইনশৃঙ্খলা অবনতি হয়নি বরং দিনদিন ভালো হচ্ছে। কুমিল্লা এবং পটুয়াখালীর ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মন্তব্য এখন ভালো।

তিনি আরও বলেন, সরকার দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নজরদারিতে রয়েছে। কেউ যেন আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে, সেজন্য সব সংস্থাকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ