বছরখানেক আগে বড় পর্দায় শেষবার দেখা গিয়েছিল মাহিয়া মাহিকে। এরপর থেকে রীতিমতো আড়ালেই ছিলেন এই জনপ্রিয় অভিনেত্রী।
সিনেমায় অভিনয় থেকে খানিকটা দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে সক্রিয় থাকার কারণে আলোচনায় থেকেছেন নিয়মিতই।
তবে অভিনয়ের জগতে তাঁকে নিয়ে দর্শকদের আগ্রহ এখনো আগের মতোই তুমুল।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পাড়ি জমান মাহি। এরইমধ্যে হঠাৎ করে মাহির একটি সংবাদ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
সম্প্রতি ‘বাংলাদেশী অভিনেত্রী মাহিয়া মাহির ঝুলন্ত মরদেহ উদ্ধার’ শীর্ষক দাবিতে কিছু পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হয়েছে।
বিষয়টি মাহিয়া মাহির নজরে আসতেই যুক্তরাষ্ট্র থেকে নিজের ফেসবুক আইডিতে রোববার (২৯ জুন) মধ্যরাতে পোস্ট দিয়েছেন। তাতে তিনি লিখেছেন, ‘আমি আছি, মরিনাই রে ভাই।’
সিনেমায় অভিনয়ের পাশাপাশি একটা সময় আওয়ামী লীগের রাজনীতিতেও জড়িয়ে পড়েন এই মাহি। অংশ নেন জাতীয় সংসদ নির্বাচনে।
শেষ পর্যন্ত নির্বাচনে হেরে সিনেমায় আবার নিয়মিত হতে চেয়েছিলেন। কিন্তু তাকে নতুন কোনো সিনেমায় দেখা যায়নি।
২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ দিয়ে ঢালিউডে অভিষেক ঘটে মাহিয়া মাহির। প্রথম সিনেমায় নিজের দিকে আলো টেনে নেন। একের পর এক সাফল্য আসতে থাকে।
বাংলাদেশের পাশাপাশি ভারতীয় নায়কদের বিপরীতেও অভিনয়ে দেখা যায় তাকে। কিন্তু বছর দুয়েক ধরে নতুন কোনো সিনেমায় নেই তিনি।
সর্বশেষ ‘রাজকুমার’ ছবিতে তাকে দেখা গেলেও তা ছিল অতিথি চরিত্রের। অল্প সময়ের সেই উপস্থিতি তাকে আলোচনায় আনতে পারেনি। তার আগে অবশ্য ‘বুবুজান’ ছবির কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রী ছিলেন।
জেএন/পিআর