গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন

অনলাইন ডেস্ক

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামে জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ছাত্রদল। ১ জুলাইয়ের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালিত হয়।

- Advertisement -

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণ, শহীদ ও আহতদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, সকল অংশীজনদের অবদানের স্বীকৃতি ও ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার দীর্ঘ ধারাবাহিক লড়াইয়ের বীরোচিত বিজয়ের প্রথম বর্ষপূর্তি উদযাপনে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচির সূচনা হিসেবে এ আয়োজন করা হয়।

- Advertisement -google news follower

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, ২০২৪ সালে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে দেশের ছাত্র-জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে। বাংলাদেশের যে সকল ছাত্ররা, শ্রমিকরা স্বৈরাচারকে সরাতে আত্মত্যাগ করেছে তাদেরকে আজ আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থান তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনায় ছাত্রদল রাজপথে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। একক ছাত্রসংগঠন হিসেবে ছাত্রদলের সবচেয়ে বেশি কর্মী গ্রেপ্তার, আহত ও শহীদ হয়েছে। আমরা তাদের অবদান ভুলে যাব না।

- Advertisement -islamibank

তিনি আরও বলেন, যাদের আত্মত্যাগে আমরা মুক্ত স্বাধীন ক্যাম্পাস পেয়েছি, ছাত্রদল তা রক্ষা করে যাচ্ছে। আমরা শহীদদের রক্তের প্রতিজ্ঞা নিয়েছি- আমরা নতুন ধারার ছাত্র রাজনীতি চর্চা করবো, তা সফলভাবে চর্চা করে যাচ্ছি।

রাকিবুল ইসলাম রাকিব জানান, জুলাইয়ের মাসব্যাপী কর্মসূচি হিসেবে আগামী ১২ জুলাই গুলশান কার্যালয়ে ছাত্রদল, যুবদল, বিএনপির যারা আন্দোলনে শহীদ হয়েছেন তাদের পরিবারের সাথে কথা বলবেন তারেক রহমান।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ