ডিসি পার্কে মাছ ধরা উৎসব সহ নানান কর্মসূচির উদ্বোধন

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফৌজদারহাটস্থ বন্দর লিংক রোড সংলগ্ন ডিসি পার্কে মাছ ধরা উৎসব উপলক্ষে মাছ অবমুক্তকরণ, সহস্রাধিক বৃক্ষরোপণ ও ফ্লাওয়ার জোনের উদ্বোধন করা হয়েছে।

- Advertisement -

সোমবার (৩০ জুন) সকাল সাড়ে ১১ টার সময় চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিসি পার্কের লেকে মাছ অবমুক্তকরণ, নিজ হাতে গাছের চারারোপণ ও ফিতা কেটে ফ্লাওয়ার জোনের উদ্বোধন করেন।

- Advertisement -google news follower

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সম্মানিত জেলা প্রশাসক বলেন, “আমরা চাই ডিসি পার্ক চট্টগ্রামের একটি সম্পদে পরিণত হোক।

সারা বছরই যেন ডিসি পার্কে দর্শনার্থীদের জন্য প্রাণবন্ত-উৎসবমুখর পরিবেশ থাকে এজন্য আমরা বছরব্যাপী বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করেছি এবং নানাবিধ উন্নয়ন-সংস্কার কাজ হাতে নিয়েছি।”

- Advertisement -islamibank

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সহকারী কমিশনার (ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ শাখা) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন হোসেন, সীতাকুণ্ড প্রেস ক্লাবের আহবায়ক মোঃ জহিরুল ইসলাম ও সদস্য সচিব সুলাইমান মেহেদী হাসনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও জেলা প্রশাসক কার্যালয়, উপজেলা প্রশাসন কার্যালয় এবং ডিসি পার্কে দায়িত্বরত নেতৃবৃন্দ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ