ইউপিডিএফের সক্রিয় সশস্ত্র সদস্য সুজন বায়েজিদে ধরা

অনলাইন ডেস্ক

পাহাড়ি সংগঠন ইউপিডিএফের সক্রিয় সশস্ত্র সদস্য সুজন বড়ুয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব–৭।

- Advertisement -

গতকাল সোমবার সন্ধ্যা ৭টারদিকে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -google news follower

গ্রেপ্তার সুজনের গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি এলাকায়। সে পাহাড়ি সংগঠন ইউপিডিএফের সক্রিয় সশস্ত্র সদস্য।

র‌্যাবের সংশ্লিষ্ট কর্মকর্তা জানায়, গোপন সোর্সের খবরে জানতে পারি দুদিন আগে ইউপিডিএফের সক্রিয় সশস্ত্র সদস্য সুজন চট্টগ্রামে এসেছেন। সে নগরীর বায়েজিদে অবস্থান করছেন।

- Advertisement -islamibank

এমন খবরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছে ইউনিফর্ম পড়া অবস্থায় অস্ত্রসহ ছবি পেয়েছি।

তার বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য তাকে বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে জানান র‌্যাব-৭।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ