ইস্টার্ন রিফাইনারিতে রেকর্ড পরিমান তেল পরিশোধন!

অনলাইন ডেস্ক

দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) প্রতিষ্ঠার ৫৭ বছরে প্রথমবারের মতো বাৎসরিক পরিশোধন সক্ষমতা অতিক্রম করেছে।

- Advertisement -

সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে প্রতিষ্ঠানটি ১৫ লাখ মেট্রিক টনের স্থলে ১৫ লাখ ৩৫ হাজার মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধন করেছে, যা এক বছরে সর্বোচ্চ পরিমাণ উৎপাদনের নতুন রেকর্ড।

- Advertisement -google news follower

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে ইআরএল-এর একটি হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শরীফ হাসনাত।

সংবাদ সম্মেলনে প্রকৌশলী মো. শরীফ হাসনাত বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের উৎপাদন সক্ষমতা অতিক্রম করে এবার ১৫ লাখ ৩৫ হাজার মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধন সম্ভব হয়েছে। এটি আমাদের ইতিহাসে এক অনন্য মাইলফলক।

- Advertisement -islamibank

এই অর্জন সম্ভব হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), বিপণন কোম্পানি এবং ইআরএল-এর সকল কর্মকর্তা-কর্মচারীর সম্মিলিত প্রচেষ্টায়।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইস্টার্ন রিফাইনারি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ নাসিমুল গনি এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান আমিন উল আহসান।

উল্লেখ্য, ১৯৬৮ সালের মে মাসে বাণিজ্যিক উৎপাদন শুরু করে ইআরএল। তখন থেকেই আমদানিকৃত ক্রুড অয়েল পরিশোধন করে এলপিজি, পেট্রোল, অকটেন, কেরোসিন, ডিজেল ও ফার্নেস অয়েলসহ মোট ১৪ ধরনের পেট্রোলিয়াম পণ্য উৎপাদন করে আসছে প্রতিষ্ঠানটি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ