চট্টগ্রামে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে পিটিয়ে পুলিশে সোপর্দ

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিদ্যালয় থেকে ফেরার পথে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।

- Advertisement -

গতকাল সোমবার রাত ১০টার দিকে থানা-পুলিশ অভিযুক্ত রাহাত হাওলাদার (৩৫)কে আটক করে।

- Advertisement -google news follower

রাহাত পেশায় ট্রাকচালকের সহকারী। তার বাড়ি পটুয়াখালী হলেও ওই এলাকার একটি কারখানা থেকে মালামাল নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন বলে স্থানীয়দের কাছে জানিয়েছেন।

শিশুটির বাবা জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার একটি বিদ্যালয় থেকে সহপাঠীদের সঙ্গে বাড়িতে ফিরছিল শিশুটি। পথে ওই যুবক তাকে ধর্ষণের চেষ্টা করেন।

- Advertisement -islamibank

অভিযুক্ত যুবক স্থানীয় এক জেলেকে দেখতে পেয়ে ভয়ে পালিয়ে যান। পরে শিশুটি বাড়িতে ফিরে মাকে ঘটনার বিস্তারিত জানায়।

বিকেলের দিকে রাহাতকে এই এলাকায় দেখে চিনতে পেরে স্থানীয় লোকজনক তাঁকে আটকে রেখে পিটুনি দেয়। রাতে পুলিশ গিয়ে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নিতে মেয়েকে নিয়ে থানার দ্বারস্থ হয় ভিকটিমের পিতা।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ঘটনাটি যত দ্রুত সম্ভব তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হবে এবং প্রয়োজনীয় কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হচ্ছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ