বালুভর্তি ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইক চালকের

দেশজুড়ে ডেস্ক :

কক্সবাজারের চকরিয়ায় বালুভর্তি দ্রুতগতির ডাম্পার গাড়ির ধাক্কায় যাত্রীবাহী ইজিবাইক (টমটম) চালকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে কয়েকজন যাত্রী।

- Advertisement -

গতকাল সোমবার (৩০ জুন) সন্ধ্যা সাতটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

- Advertisement -google news follower

নিহত ইজিবাইক চালকের নাম মো. শরিফ উল্লাহ (২৪)। সে চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের গাবতলী বাজার এলাকার (কিসমত আলী পাড়া) মোহাম্মদ ইসমাইলের ছেলে।

মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান-ইজিবাইকটি ডুলাহাজারা স্টেশন থেকে যাত্রী বোঝাই করে ফাঁসিয়াখালীর দিকে যাচ্ছিল।

- Advertisement -islamibank

ইজি বাইকটি ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পৌছালে বালুভর্তি দ্রুতগতির ডাম্পার গাড়ি ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় ইজিবাইক চলক ও কয়েকজন যাত্রী।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইজিবাইক চালক।

চকরিয়ার ডুলাহাজারাস্থ মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান জানান-খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ