চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম বলেছেন সারা বছরই যেন ডিসি পার্কে দর্শনার্থীদের জন্য প্রাণবন্ত-উৎসবমুখর পরিবেশ থাকে এজন্য আমরা বছরব্যাপী বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করেছি এবং নানাবিধ উন্নয়ন-সংস্কার কাজ হাতে নিয়েছি।”
তিনি বলেন, “আমরা চাই ডিসি পার্ক চট্টগ্রামের একটি সম্পদে পরিণত হোক।
গতকাল সীতাকুণ্ডের ডিসি পার্কে মাছ ধরা উৎসব উপলক্ষে মাছ অবমুক্তকরণ; বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং ফ্লাওয়ার জোন উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জেলা প্রশাসক এসব কথা বলেন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) এ. কে.এম গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন এবং জেলা প্রশাসন চট্টগ্রামের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
জেএন/পিআর