কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে দুই দিনব্যাপি জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা শুরু হয়েছে।
রোববার (২০ জানুয়ারি) থেকে উপজেলা পরিষদ মিলনায়তন, শেখ রাসেল মিনি স্টেডিয়াম, উপজেলা অফিসার্স ক্লাব এবং উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে একযোগে শুরু হয় এ প্রতিযোগিতা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দু’দিনব্যাপি এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা খুরশীদ আলম চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, সমাজসেবা কর্মকর্তা মো.সাইফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার সোসেল চাকমা, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর গোলাম গফুর, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রতন দেব, সহকারী শিক্ষা কর্মকর্তা নিমি চাকমা, কাপ্তাই ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়া, কাপ্তাই মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুর বেগম মিতা, কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, প্রেস ক্লাব সদস্য সাংবাদিক নুর হোসেন মামুন ও ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক থোয়াইসাপ্রু মারমা।