রাঙামাটির রাজস্থলীতে দুই সিএনজি চালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে হানিফ সওদাগর (৬০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। তাছাড়া একই ঘটনায় তার মা ও সন্তান আহত হয়েছে।
আজ মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টার সময় উপজেলার ইসলামপুর জামতলা নামক এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, নিহত হানিফের মা ঞোনাইচিং মারমা (৩৫) ও তার আড়াই বছরের সন্তান থুইনুচিং মারমা। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জানা গেছে, রাজস্থলীগামী সিএনজির সাথে বাঙ্গালহালিয়াগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে ৩ জন আহত হন।
স্থানীয়রা তাদেরকে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নেওয়ার পথে আহত মাছ ব্যবসায়ী হানিফ সওদাগর (৬০) মারা যান।
চন্দ্রঘোনা মিশন হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং জানান, আমাদের হাসপাতালে রাজস্থলী থেকে সিএনজি দুর্ঘটনায় আহত ৩ জনকে আনা হয়। তার মধ্যে হাসপাতালে আনার আগেই মারা যায় হন মো. হানিফ সওদাগর। তার মা এবং সন্তানের চিকিৎসা চলমান রয়েছে।
জেএন/পিআর