সাতকানিয়ায় ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নস্থ ২ নম্বর ওয়ার্ডের ফকিরহাট এলাকায় অভিযান চালিয়ে ৩৪০ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -

সোমবার (৩০জুন) রাতে গোপন সোর্সের খবরে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্যসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -google news follower

গ্রেপ্তার মাদক কারবারির নাম মো. কাসেম মিয়া (৫০)। সে ওই এলাকার মৃত মোজাহের মিয়ার ছেলে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত কাসেমকে মাদকসহ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

- Advertisement -islamibank

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, গ্রেপ্তার কাসেম মিয়ার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ