ঢাকার গুলশান এলাকায় দায়িত্ব শেষে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দীপংকর দে (৩৩) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
গতকাল সোমবার ভোর ৫ টায় ঢাকা গুলশান এলাকায় মাইক্রোবাস চাপায় তার মর্মান্তিক মৃত্যু হয়।
মৃত দীপংকর দে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের উত্তর সাধনপুর ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দুলাল দে’র ছেলে। তিনি ঢাকা গুলশান থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামাল চৌধুরী ও ইউপি সদস্য মো. শওকত ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের স্বজনদের বরাতে জানান, দীপংকর গুলমান থানায় দায়িত্ব পালন শেষে রাতে বাসায় ফিরছিলেন।
হঠাৎ সামনে আসতে পিকআপ তাকে একটি মাইক্রোবাস চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।
পরে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। তার লাশ বাঁশখালী নিয়ে আসা হয়।
মঙ্গলবার (১ জুলাই) সকাল ৮টায় সাধনপুর ইউনিয়নের মাস্টারপাড়ায় পারিবারিক শ্মশানে তার সৎকার করা হয়েছে।
জেএন/পিআর