চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহমদকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল সোমবার (৩০ জুন) রাতে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকার বাসা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
মনির আহমদকে গ্রেপ্তারের বিষয়টি পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলায়মান নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মনির আহমদকে সীতাকুণ্ড থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
জেএন/পিআর