মধ্যপ্রাচ্যের দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ অঞ্চলে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় এসব হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ।
প্রতিবেদনে বলা হয়, হামলার লক্ষ্য ছিল ইয়াহমার আল-শুকাইফ ও দেইর সিরিয়ান শহরের মধ্যবর্তী অঞ্চল এবং জুত্তার আল-শারকিয়েহ শহরতলি।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তাদের যুদ্ধবিমান হিজবুল্লাহর মালিকানাধীন সামরিক স্থাপনা, অস্ত্র গুদাম ও অবকাঠামোতে আঘাত হেনেছে।
তবে ইসরায়েলের এই দাবির ব্যাপারে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গত নভেম্বর মাসে ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষরিত হলেও দক্ষিণ লেবাননে প্রায় প্রতিদিনই হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তারা এসব হামলার যৌক্তিকতা হিসেবে হিজবুল্লাহর তৎপরতার কথা বলছে।
লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, চুক্তির পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের ৩ হাজারের কাছাকাছি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এসব হামলায় অন্তত ২২৫ জন নিহত ও ৫০০ জনের বেশি আহত হয়েছেন।
চুক্তি অনুযায়ী, ইসরায়েলকে ২৬ জানুয়ারির মধ্যে দক্ষিণ লেবানন থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করতে বলা হয়েছিল। তবে তেলআবিবের অস্বীকৃতির কারণে এই সময়সীমা ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।
এরপরও ইসরায়েল পাঁচটি সীমান্ত চৌকিতে সামরিক উপস্থিতি বজায় রেখেছে বলে জানানো হয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি