অভিনেত্রী স্বস্তিকা গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি

বিনোদন ডেস্ক :

ছবির শুটিং চলাকালীন অভিনেত্রী স্বস্তিকা দত্ত গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। তার প্রবল যন্ত্রণা শুরু হলে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।

- Advertisement -

অভিনেত্রী নিজেই জানিয়েছেন, হঠাৎ কী ভাবে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।

- Advertisement -google news follower

স্বস্তিকা লিখেছেন, “আমি বুঝি, সব ঘটনার পিছনে কোনও কারণ থাকে। গতকাল আমি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবির শুটিং করছিলাম।

হঠাৎ অসহ্য যন্ত্রণা শুরু হয়। মনে হচ্ছিল, পৃথিবীর সবচেয়ে কঠিন যন্ত্রণা। সঙ্গে সঙ্গে আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”

- Advertisement -islamibank

কিন্তু ঠিক কী হয়েছিল স্বস্তিকার? তিনি জানান, তাঁর কর্নিয়া আঘাতপ্রাপ্ত হয়েছে। অভিনেত্রী বলেন, “কী ভাবে, কখন, কোথায়, আমি জানি না। সবচেয়ে কঠিন যন্ত্রণার সঙ্গে আমি লড়াই করছি। সমস্ত সহ-অভিনেতাদের সহযোগিতা করার জন্য ধন্যবাদ।

এই ছবি আমার কাছে খুব বিশেষ। প্রতিজ্ঞা করছি, যাই ঘটে যাক এই ছবিকে আমি আরও বিশেষ করে তুলব।

আমার চিকিৎসার কথা মাথায় রেখেই আমার পরিচালক ও প্রযোজকেরা শুটিং-এর দিন ক্ষণ সাজাচ্ছেন। নিজের চোখের খেয়াল রাখার চেষ্টা করছি এবং শুটিংও করছি।

তবে ঠিক কী হয়েছে এ অভিনেত্রীর চোখে, তা এখনও স্পষ্ট নয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ