রাজধানীর বনানীতে একটি হোটেলে দুই নারীকে দলবদ্ধভাবে মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে সংগঠনটির পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।
ঘটনাটি ঘটে বুধবার (২ জুলাই) রাত ৯টার দিকে বনানীর ‘জাকারিয়া হোটেল’-এ। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয় এবং নিন্দার ঝড় উঠে সর্বত্র।
ভিডিও ফুটেজে দেখা যায়, শাড়ি পরা এক নারী হোটেলের সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামার সময় এক ব্যক্তি তার পথ রোধ করে আঘাত করেন। আঘাতে ওই নারী সিঁড়িতে পড়ে যান।
এরপর আরেক নারীকে ধাওয়া করে মেঝেতে ফেলে দেওয়া হয়। পরে অন্তত ৮-১০ জন ব্যক্তি মিলে দুই নারীকে একযোগে মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করে। একই সময় হোটেলের ভেতরে ভাঙচুরের শব্দও শোনা যায় ভিডিওতে।
এ ঘটনায় হোটেল কর্তৃপক্ষ বনানী থানায় একটি মামলা দায়ের করেছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার। পুলিশ জানায়, অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে, এ ঘটনায় জড়িত যুবদল নেতা মনির হোসেনকে সংগঠন থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে যুবদল জানায়, সংগঠনের কেউ যদি কোনো ধরনের অপরাধে জড়ায়, তার দায় দল নেবে না। সেই সঙ্গে সকল নেতাকর্মীকে মনির হোসেনের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়।
ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম বলেন, “এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। অপরাধীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
এ ঘটনা দেশের নাগরিক সমাজ, নারী অধিকারকর্মী এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে।
নারীর প্রতি সহিংসতার এ ঘটনা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন।
জেএন/পিআর