দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ১

দেশজুড়ে ডেস্ক :

কক্সবাজারের চকরিয়ার বরইতলি এলাকার বুড়ির দোকান নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মাওলানা আব্দুল মান্নান (৪৫) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।

- Advertisement -

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী আরশি (২৭) ও চার বছর বয়সী ছেলে শিহাম। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

- Advertisement -google news follower

নিহত আব্দুল মান্নান পেকুয়ার উজানটিয়া এএস আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক ছিলেন। তার গ্রামের বাড়ি কক্সবাজার সদর উপজেলার ঈদগাহ ইউনিয়নের চৌফলদন্ডী মাইজপাড়া গ্রামে হলেও তিনি পরিবার নিয়ে পেকুয়া সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে সিএনজি অটোরিকশাযোগে ঈদগাহ এলাকায় নিজ বাড়িতে যাচ্ছিলেন আব্দুল মান্নান।

- Advertisement -islamibank

পথে বরইতলি এলাকায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পার ট্রাকে ধাক্কা দেয়। এতে তিনি, তার স্ত্রী ও শিশু পুত্র গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মান্নান মারা যান। আহত আরশি ও শিহাম বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানায়, আব্দুল মান্নান শিক্ষকতার পাশাপাশি ঈদগাহ ইসলামপুর ধর্মের ছড়া জামে মসজিদের খতিব হিসেবেও দায়িত্ব পালন করতেন এবং প্রতি শুক্রবার জুমার নামাজে ইমামতি করতেন। প্রতি বৃহস্পতিবার তিনি পেকুয়া থেকে ঈদগাহে যেতেন।

দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ