পটিয়ার থানার নতুন ওসি যুযুৎশু যশ চাকমা

ডেস্ক

চট্টগ্রামের পটিয়া থানার বিতর্কিত অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুরকে প্রত্যাহারের পর তার স্থলাভিষিক্ত হয়েছেন চন্দনাইশ থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা।

- Advertisement -

তিনি বৃহস্পতিবার দুপুরে দায়িত্ব গ্রহণ করেছেন।

- Advertisement -google news follower

এর আগে, গত ১ জুলাই রাতে রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সহসভাপতি দীপংকর দে’কে বৈষম্যবিরোধী ছাত্র জনতা আটক করে থানায় সোপর্দ করার ঘটনায় পুলিশের সাথে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ ও লাঠিচার্জের ঘটনা ঘটে।

বৈষম্যবিরোধী ছাত্রজনতা এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার (২ জুলাই) সারাদিন থানা ঘেরাও ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে।

- Advertisement -islamibank

অবরোধের মুখে বুধবার রাত সাড়ে ১০টায় ওসি আবু জায়েদ মো. নাজমুন নুরকে সরিয়ে ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হয়।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাবেদ পটিয়া থানায় আসেন। এসময় নতুন ভারপ্রাপ্ত ওসি হিসেবে যুযুৎসু যশ চাকমা পটিয়া থানায় যোগদান করেন।

অতিরিক্ত ডিআইজি চলমান পরিস্থিতি ও পুলিশের ভূমিকা সম্পর্কে খোঁজখবর নেন। নব যোগদানকৃত ওসি সকলের সহযোগিতা কামনা করেছেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ