রাউজানে কিশোরদের সংঘর্ষ থামাতে গিয়ে যুবদল নেতার মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচরে কিশোরদের সংঘর্ষ থামাতে গিয়ে ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর (৪৫)’র মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।

- Advertisement -

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে তার মালিকানাধীন মুরগির দোকানের সামনে ধূমপানকে কেন্দ্র করে স্থানীয় কিশোরদের দুটি গ্রুপে কথাকাটাকাটি হয়।

- Advertisement -google news follower

এক পর্যায়ে ১০ থেকে ১৫ জন কিশোর নিজেদের মধ্যে মারামারি শুরু করে। দোকানের সামনে সংঘর্ষ থামাতে গিয়ে যুবদল নেতা আলমগীরের বুকে একটি ঘুষি লাগে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম নগরের আরেকটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

- Advertisement -islamibank

নিহতের ছোট ভাই মুহাম্মদ রফিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, হৃদরোগে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, থবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানান ওসি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ