চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত দেশের শীর্ষ ইস্পাত শিল্প প্রতিষ্ঠান বিএসআরএম-এ শ্রমিক সরবরাহকারী এক ঠিকাদারকে অপহরণ করে চাঁদা আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে তাদের গ্রেপ্তার করা হয়। বিকেলে আদালতে হাজির করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. রাশেদুল ইসলাম (৪২), মো. সালাহউদ্দিন (৪০) ও মো. কামরুদ্দিন (৩৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, তারা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তবে সীতাকুণ্ড থানা বিএনপি এ দাবি প্রত্যাখ্যান করেছে।
আকবরশাহ থানার ওসি আরিফুর রহমান জানান, “চাঁদাবাজির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে, যা শুনানির অপেক্ষায় রয়েছে।”
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে বিএসআরএম কারখানা থেকে চা খাওয়ার জন্য বাইরে বের হন শ্রমিক সরবরাহকারী ঠিকাদার পবিত্র চন্দ্র বর্মণ।
সলিমপুরের পাক্কা রাস্তার মাথা এলাকায় আগে থেকে ওঁত পেতে থাকা আসামিরা তাকে একটি গাড়িতে উঠিয়ে নিয়ে যান।
পরে তাকে হালিশহরের সাগরপাড়ের একটি বাসায় আটকে রেখে বিভিন্ন মোবাইল ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে ২ লাখ ১৮ হাজার টাকা আদায় করা হয়। শুধু তাই নয়, জোরপূর্বক খালি স্ট্যাম্প ও চেকেও তার স্বাক্ষর নেওয়া হয়।
পরদিন (বুধবার) থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন পবিত্র বর্মণ। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে।
মামলার এজাহারে পবিত্র বর্মণ উল্লেখ করেন, আসামিরা তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে বিএসআরএম-এ শ্রমিক সরবরাহের কাজ করতে দেওয়া হবে না—এই হুমকি দেয়। তার অসম্মতিতে অপহরণ করে জোরপূর্বক টাকা আদায় করা হয়।
স্থানীয় সূত্রে গ্রেপ্তার তিনজন বিএনপি-সংশ্লিষ্ট বলে জানালেও সীতাকুণ্ড থানা বিএনপির সদস্যসচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন বলেন, “এই নামে কাউকে আমি চিনি না। তারা বিএনপির কেউ নয়।”
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী মহলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা এমন ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
জেএন/পিআর