খাগড়াছড়িতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। এসময় সমিতির পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদেরও উপবৃত্তি প্রদান করা হয়।
রোববার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় সমিতি কার্যালয়ে ১শ ৬০ জন দুস্থ-অসহায় শীতার্তকে শীতের কম্বল ও ৬৪ জন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীর মাঝে উপবৃত্তি প্রদান করা হয়।
খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি তপন কান্তি দে এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
প্রধান অতিথি বলেন, অসহায় শীতার্তদের পাশে দাঁড়াতে সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসতে হবে। প্রতি বছর এ ধরনের উদ্যোগ গ্রহণ করে একে অপরের সকল সুখে-দুখে পাশে দাঁড়ালে পাহাড়ে শীতার্ত ও অসহায় মানুষগুলোর কষ্ট লাঘবে সম্ভব হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। এসময় খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরাফাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাউদ্দিন, জেলা সমবায় অফিসার রত্ম কান্তি রোয়াজা, বিভাগীয় বন কর্মকর্তার প্রতিনিধি ক্যাপ্টেন আহসান, খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মো. শওকত উল ইসলাম উপস্থিত ছিলেন।