মালয়েশিয়ায় আটক বাংলাদেশিরা জঙ্গি নন: স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় ডেস্ক :

বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

- Advertisement -

আজ রোববার (৬ জুলাই) সকালে রাজধানীর বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

- Advertisement -google news follower

মালয়েশিয়ায় বেশ কয়েকজন জঙ্গি ধরা পড়া প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন, মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটক বাংলাদেশিরা জঙ্গি নন।

ভিসার মেয়াদ শেষ হওয়ায় তাদের মধ্যে তিনজন দেশে ফেরত এসেছেন। দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

- Advertisement -islamibank

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনাদের সহযোগিতায় জঙ্গিবাদ নির্মূল করা হয়েছে। এটার ক্ষেত্রে আপনাদের ভূমিকা সবচেয়ে বেশি।

তিনি আরও বলেন, গত দশ মাসে জঙ্গিবাদের কোনো একটি তথ্য দিতে পেরেছেন? আগে ছিল আপনারা দিয়েছেন, এখন নেই আপনারা দেন না।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এনবিআরের সমস্যার জন্য আমাদের কিছু পরিমাণ সবজি, বিদেশে এক্সপোর্ট করতে কষ্ট হয়েছিল, এবং কিছু ফলমূল এক্সপোর্ট করতেও আমাদের সমস্যা হয়েছিল।

তিনি সাংবাদিকদের বলেন, নতুন টার্মিনালে কোল্ড স্টোরেজ চালু হবে। এর ফলে কৃষিপণ্য রপ্তানি সহজ হবে।

সুখবর দিয়ে তিনি বলেন, নতুন এক্সপোর্ট টার্মিনালে একটা বড় সুবিধা থাকবে। তিনি বলেন, স্ক্যানিং হয়ে যদি বিদেশে মাল যেতে নাও পারে, সেটা আবার কোল্ড স্টোরেজে রেখে দেওয়া যাবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM