কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালাগাজী পাড়া বাজার থেকে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৬ জুলাই) ভোররাত সাড়ে ৪ টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে মো. জাহাঙ্গীর প্রকাশ বাহাদুর (৪৮) নামে এ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহাঙ্গীর প্রকাশ বাহাদুর উপজেলার হোয়ানক ইউনিয়নের হরিয়ার ছড়ার মৃত নুরুল আমিনের ছেলে।
এ বিষয়ে মহেশখালী থানার ওসি (অফিসার ইনচার্জ) মঞ্জুরুল হক জানান, দেশীয় তৈরি একটি একনলা বন্দুক এক ব্যক্তি হোয়ানক ইউনিয়নের কালাগাজির পাড়া বাজারে আনোয়ার মেম্বারের অফিসের সামনে অবস্থান করছে।
এমন তথ্য পেয়ে তাৎক্ষনিক থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে অস্ত্রসহ জাহাঙ্গীর আলম প্রকাশ বাহাদুরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
তার বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় মামলা দায়েরের পর তাকে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে জানালেন ওসি।
জেএন/পিআর