চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য সাদেকুর রহমান (২৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রবিবার (৬ জুলাই) ওই ওয়ার্ডের আদর্শপাড়া গ্রামের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাদেকুর রহমান ওই বাড়ির আবু তৈয়বের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়ায় তাকে নগরের চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে জানালেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
জেএন/পিআর