চট্টগ্রামের সীতাকুণ্ড ভাটিয়ারী ইউনিয়নস্থ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে লরির ধাক্কায় শুকলাল দাস (৪২) নামে এক পিকআপ চালকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের ঢাকা মুখি লেনের জলিল গেইট এলাকাস্থ মা ফাতেমা ফিলিং স্টেশনের সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত শুকলাল একই উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের সোনারগাঁ গ্রামের জেলেপাড়া এলাকার তেজেন্দ্র দাসের ছেলে এবং তার তিনটি কন্যা সন্তান রয়েছে বলে জানা গেছে।
হাইওয়ে পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, নিহত শুকলাল দাস পেশায় একজন পিকআপ চালক ছিলেন। সকালে তার পিকআপটি রেখে রাস্তার একপাশে দাঁড়ালে হঠাৎ একটি বেপরোয়া গতিতে আসা লরি তাকে ধাক্কা দিলে সে সড়কে পড়ে যায়।
পরে তার শরীরের উপর দিয়ে লরিটি চলে গেলে থেতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মোমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঘাতক লরিটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
জেএন/পিআর