চট্টগ্রামে ছেলে হত্যার দায়ে মা-ভাইসহ ৩ জন কারাগারে

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের রাউজানের চাঞ্চল্যকর প্রকৌশলী নুরুল আলম বকুল হত্যা মামলায় মা ও দুই ভাইকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

- Advertisement -

আজ মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে চট্টগ্রাম চিফ ম্যাজিস্ট্রেট আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

- Advertisement -google news follower

এর আগে গতকাল সোমবার (৭ জুলাই) বিকালে র‌্যাব ও পুলিশের যৌথ টিম উপজেলার বড়দিঘীরপাড় এলাকার লালিয়ার হাটের একটি ভাড়া বাসায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, আইনানুগ কার্যাদি সম্পাদন শেষে আজ (মঙ্গলবার) তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

- Advertisement -islamibank

গ্রেপ্তার পরবর্তী আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা তিনজন হলেন-নিহতের মা শহীদা বেগম (৬৪), নিহতের ভাই মো. নাজিম উদ্দিন (৩৩) ও মো. দিদারুল ইসলাম(৩১)।

তারা রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইয়াছিন নগর গ্রামের তিতা গাজীর বাড়ীর বাসিন্দা এবং যথাক্রমে নুরুল ইসলামের স্ত্রী ও ছেলে।

মামলার এজহার সূত্রে জানা যায়, গত ১ এপ্রিল ঈদের পরের দিন নগীর বাসা হতে গ্রামের বাড়িতে বেড়াতে আসলে জায়গা-সম্পত্তির বিরোধের জেরে নিজ স্ত্রী-পুত্রের সামনে লোহার রড, লাটি, হাতুড়ি দিয়ে পিটিয়ে ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে নৃশংসভাবে প্রকৌশলী নুরুল আলম বকুল হত্যা করা হয়।

এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন তার মা, ভাই-বোন ও চাচাত ভাইরা।

ঘটনার দুইদিন পর ৩ এপ্রিল নিহতের আরেক ভাই রাজু আহমেদ বাদি হয়ে হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী মো. নাজিম উদ্দিন, দিাদরুল আলম, শাহিদা বেগম, মুন্নি আকতার, মো. জাকের হোসেন, মো. জাহিদ হোসেনের বিরুদ্ধে রাউজান থানায় হত্যা মামলা দায়ের করেন। অবশেষে হত্যাকান্ডের ৩ মাস পর পুলিশ ৬ আসামীর মধ্যে এই তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রসঙ্গত, গত ২ জুলাই (বুধবার) আসামীদের গ্রেপ্তারের দাবি এবং আসামী কর্তৃক মামলা তুলে নেওয়ার জন্য হত্যার হুমকির অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করেছিলেন বকুল হত্যা মামলার বাদী মো. রাজু আহম্মেদ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM