বোয়ালখালীতে চুরি যাওয়া আস্ত বাসটি মিলেছে সীতাকুণ্ডে,গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া অগ্রণী ব্যাংকের সামনে পাকা রাস্তায় পার্কিং করা আস্ত বাসটি চুরি করেও বেশিদুর নিতে পারেনি চোরের দল।

- Advertisement -

সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকা থেকে বাসটি উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। বাস চুরির ঘটনায় জড়িত সন্দেহে মো. শহিদুল ইসলাম (৩২) নামে একজনকেও গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।

- Advertisement -google news follower

গ্রেপ্তার শহিদুল বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডস্থ ইছহাক মাস্টার বাড়ির মৃত মো. রশিদ আলীর ছেলে।

এর আগে গত রবিবার (৬ জুলাই) রাত ১১টার দিকে বাসটি পাকিং করে বাড়ি চলে যায় চালক রুবেল দে। পরদিন সোমবার সকালে এসে দেখেন বাসটি চুরি হয়ে গেছে।

- Advertisement -islamibank

এ ঘটনায় ভিকটিমের ভাই কাজল দে বাদী হয়ে বোয়ালখালী থানায় মামলা দায়ের করলে বিষয়টি হাইওয়ে পুলিশকেও জানানো হয়।

সোমবার (৭ জুলাই) সন্দেহজনক গতিবিধির কারণে বাসটি (চট্টমেট্রো ছ-১১-২০৮৪) চালকসহ আটক করেছিলেন কুমিরা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো.ফারুক।

খবর পেয়ে সোমবার দিবাগত রাতে বাসটি উদ্ধার করে বোয়ালখালী থানা পুলিশ।

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, সীতাকুণ্ড থেকে বাসটি উদ্ধার এবং এ ঘটনায় জড়িত মো.শহিদুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM