চবির আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে তলিয়ে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আসিফ নামের আরও এক শিক্ষার্থীর মরদেহ ২৪ ঘন্টারও বেশি সময় পর সমিতি পাড়া থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও ১ শিক্ষার্থী।

- Advertisement -

বুধবার (৯ জুলাই) সকালে কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের সমিতিপাড়াস্থ সৈকতে এক যুবকের মরদেহ ভেসে আসে। পরে মরদেহটি সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আসিফের মরদেহ বলে নিহতের ভাইয়ের বরাতে এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজার টুরিস্ট পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মো. আব্দুল মুকিত।

- Advertisement -google news follower

পুলিশের পরিদর্শক মো. আব্দুল মুকিত বলেন, ‘ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমাদের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে যায়। কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের সমিতিপাড়াস্থ সৈকতে পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে নিখোঁজ শিক্ষার্থী আসিফ আহমেদের বড় ভাই সেখানে এসে লাশটি শনাক্ত করেন। নিখোঁজ শিক্ষার্থীর ভাই নিশ্চিত করেছেন এটি আসিফ আহমেদেরই মরদেহ।

উল্লেখ্য, সোমবার কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে নিখোঁজ হয় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ৩ শিক্ষার্থী। তারা হলেন-কে. এম. সাদমান রহমান সাবাব, অরিত্র হাসান ও আসিফ আহমেদ।

- Advertisement -islamibank

এরমধ্যে গতকাল সাবাবের মরদেহ উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন বাকি দু’জন। আজ সকালে আসিফের মরদেহ ভেসে উঠে। তবে, এখনো নিখোঁজ রয়েছেন অরিত্র হাসান।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM