চট্টগ্রামে বিপজ্জনক গ্যাস ফিলিং কারখানায় সেনা অভিযান, ৫ শতাধিক সিলিন্ডার জব্দ

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের পটিয়া উপজেলার খরনা ইউনিয়নস্থ মুজাফরাবাদ নাইতপাড়ায় বিপজ্জনক একটি গ্যাস ফিলিং কারখানার সন্ধান পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী পটিয়ার একটি টিম।

- Advertisement -

বুধবার ভোর রাতে অবৈধ গ্যাস ফিলিং কারখানাটিতে অভিযান চালালেও কাউকে আটক করা যায়নি। তবে কারখানায় অবৈধভাবে মজুত করা ৫১২টি গ্যাস সিলিন্ডার জব্দ করেছে সেনাবাহিনী।

- Advertisement -google news follower

স্থানীয় সূত্রে জানা গেছে, অবৈধ এ কারখানার মালিক চন্দনাইশ উপজেলার আবদুর রহিম। তিনি চন্দনাইশ থানা পুলিশকে ফাঁকি দিয়ে সীমান্তে পটিয়ার মুজাফরাবাদে গ্যাস ফিলিং কারখানা চালু করে।

সেনাবাহিনীর পটিয়া ইউনিট গোপন সোর্সের মাধ্যমে তথ্য পেয়ে বুধবার ভোররাতে পটিয়া থানার এসআই সমীর ভট্টাচার্যসহ পুলিশের একটি টিম নিয়ে অভিযান চালায়।

- Advertisement -islamibank

অভিযানের খবর আগে থেকে বুঝতে পেরে কারখানার মালিক ও কর্মচারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে সরকারি ও বিভিন্ন কোম্পানির পুরাতন গ্যাসের বোতল এবং গ্যাস ফিলিং করার হাওয়া মেশিন ও বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

এ বিষয়ে পটিয়া থানার এসআই সমীর ভট্টাচার্য জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM