চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের জৈদ্দ্যের হাট এলাকায় আগুন লেগে স্থানীয় ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ও মো. ইউনুসের মালিকানাধীন দুটি দোকান পুড়ে গেছে।
মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে দুই ব্যবসায়ী দাবি করছে, আগুনে তাদের মুদির দোকান ও স্টেশনারি দোকান পুড়ে অন্তত তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
জানা গেছে, রাত প্রায় ৩টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ বিষয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মুজিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। খুব স্বল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও তার আগেই ‘দুটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নির্ধারণ করা হবে।
জেএন/পিআর